স্বপ্নময় প্রেম
হোসনে আরা রিতা
সুখ বলে দুঃখ রে
তুই কান্দিস কেন বল?
কার কারণে
তোর চোখেতে আসে শুধু জল।
দুঃখ বলে যারে নিয়ে বেধেঁছি আমি ঘর
তোমায় পেয়ে
সে আমাকে করে দিল পর।
তুমি এসেছিলে কাছে,
দূরেও গিয়েছো চলে
স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা,
অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে আছি বেঁচে।
প্রকৃতি যেন অপেক্ষা করে
বনে বনে ফুল কুমারী ডাকছে
শুধু ফুল পাপিয়ায়
ঘুম ভাঙ্গেনি এখনো
উষ্ণতার আড়াল ছেড়ে
নীড় হতে যাবোনা বাহিরে
ফুল কলিদের মিলন তরে
মধু আহরণের যাবোনা সৌরভ নিতে
এমন দিনে মনের কোণে
ইচ্ছা জাগে সংগোপনে
সখা হয়ে থাকলে কাছে
কাটতো সময় স্বর্গ সুখে !!