মেঘলা_দিনে
মুর্শিদা সুলতানা
তুমি কি..
একটু আমার কাছে এসে
আমার পাশে বসবে?
মেঘলা দিনে যখন
বৃষ্টি ধোয়া.. আকাশ
বয়ে যায় খোপা খোলা হিমেল হাওয়া..
পাতা গুলো সবুজ থেকে
আরো.. আরো সবুজ হয়
শাখায় শাখায় হাসে পাপড়ি
সোনালি ফড়িং পাখা মেলে।।
ঠিক তখন….
ভেজা পাতার ছায়ায়
বসবে আমার পাশে?
বৃষ্টি জল পাতা বেয়ে.. বেয়ে
তখনো পড়বে ফোঁটায় ফোঁটায়
ভেজা ডানা ঝাপটা দিয়ে
উড়বে কত… পাখি
বৃষ্টি ফোটা যেন শিশিরকণা
ঠিক জলে ভরা আঁখি!
উত্তরী বায় দোলা দিয়ে যায়
দুলে ওঠে শাখা সবে
হৃদয় আমার উঠবে দুলে…
পাশে যখন তুমি রবে।।
বসবে সখা? আমার পাশে
স্বপ্ন বিভোর মনে..
গভীর প্রেমে হারাবো দুজন
অবিচ্ছেদ সেই ক্ষণে।।