জীবন জিজ্ঞাসা
************
দেবাশ্রিতা চৌধুরী
জীবনের জিজ্ঞাসা সে আসলে
গতি না ক্লান্তি!!
জীবনানন্দের বনলতা সেন
সুনীলের নীরা
শুধুই কি কল্প নারীমাত্র!!
দু’দন্ড শান্তি পাওয়া আজ
দুরাশা,
নীলুরা গেছে হারিয়ে সেক্টর
ফাইভের ভয়ংকর সুখের
হাতছানিতে,চোখ তুলে চায়না
নীরা ও বনলতা।
প্রশ্নের জালে জড়িয়ে জড়িয়ে
পৃথিবী আজ বড় শ্রান্ত।
দৌড় … দৌড়…আর দৌড়
অতিসুখে উত্তরণের ইশারায়।