নিঃসঙ্গ নিরবতায়
মাহমুদা বেগম
পড়ন্ত বিকেলবেলা আলোর রোশনাই অস্তমিত,
এক আকাশ ভালোবাসার ইচ্ছাসুখ জাগ্রত।
আকাশের লাল বর্ণের সূর্য রাতের প্রতিক্ষায়,
স্মৃতিগুলো হঠাৎ ধেয়ে আসে ভাবনার আঙিনায়।
সময়ের ব্যবধানে ফিকে হয়ে যায় আকাশের শেষ রং,
রক্তে রাঙা গোধুলীর রঙেতে আজ ধরেছে জং।
সেই সে দিগন্তে অস্তরাগ ডুবছে সীমান্ত রেখায়,
ভালোবাসার বিশ্বাস আজ বাক্সোবন্দী প্রেমের ছলনায়।
রংহীন জীবনের ক্যানভাসে শুধুই জীর্ণতার চলচিত্র,
বর্ণহীন কল্পনার স্বপ্নে নিরাশার সমুদ্রের প্রবেশ সর্বত্র।
নকল জীবন যুদ্ধ আর অবশেষে অশ্রুধারায় শিক্ত,
মূল্যায়নের মানদণ্ডে আজ জীবনটা বড়ই তিক্ত।
ডায়রীর পাতাগুলোয় কালো কালির কষ্টের ছাপ,
নিমগ্ন বিনিদ্র রজনীতে এ কোন হতাশার অভিশাপ?
একাকিত্বের মর্মর অনুরণন ছুঁয়েছে ভিতর কনিকায়,
অনুরাগের ছোঁয়ায় ছাপ লেগেছে নিঃসঙ্গ নিরবতায়।