মেলা উৎসব
নীলিমা শামীম
মেলা মেলা মেলা
দারুন দারুন খেলা
ঘোড়া, নাগরদোলা
হারমোনি বেহুলা!!
চুড়ি, ফিতা, কাকন
নানারকম সাজন
ঝুনঝুনি ও কাজন
সুরমা লেইস বাধন!!
কাজল বরন আঁখি
বেলকনির ফাকে দেখি
পূর্ণিমা চাঁদ সেকি?
অবাক চোখে কল্পলোকে
হূদয়ে ছবি ধরে আকি!!
পুতুল খেলার নাচন
খেলনা খেনার চলন
রেওয়াজ হলো পুরাতন
যুগের সাথে হচ্ছে নতুন!!
ইচ্ছে জাগে বুকের ভেতর
নাগরদোলায় দুলেছি কখন
সেই ছোট্ট বেলার স্মৃতি মন্থন
অঝোর অশ্রু জড়ালে এখন!!
শহর গ্রাম গঞ্জ থেকে
লোক এসেছে মেলা দেখে
বাস ট্রেনে বসে একে বেকে
মন ছুটেছিল সুখে ও দুখে!!
মাইকিং এর আউয়াজ শুনি
ঘরে থাকা দায় হলো জানি
রোড সম্মুখে মোর ঘরখানি
গানে ভাসনে মুখর মেলাখানি!!