দ্রবণক্ষয়
শর্মিষ্ঠা মুখার্জি
———
অবিভাজ্য যে নির্মিতি
পুরোনো হাড়ের ইতিহাসের অখন্ড বিস্তারে,
তিক্ত ইউরোকেন্দ্রিক স্বরাঘাতের সিগনালগুলো
অস্তোন্মুখ বিজলির ঝলকানিতে
ছাই করে দেয় ব্যাবিলন বিশ্লেষণ!
অবিমৃষ্যকারী সবুজ প্রলাপ
যথাযথ পাঠ বেয়ে ইতিহাস ধারণ করে;
প্রকরণের সংগ্রামে উত্তরআধুনিকতার প্রশ্ন
মরিচা বাতাসে জাগিয়ে তোলে পুরোনো বিস্ময়।
প্রতিরাত্রে তার কাছে যাই, শীতের পাতারা
উত্তরের আনন্দ পোড়ায় নিঃসঙ্গ বেলায়,
পক্ষাঘাতগ্রস্ত সময়ের ডাকে মৃত্যু সর্বভুক
স্রোতের বিপরীতে অসম্পূর্ণ সুখের দ্রবণক্ষয় করে;
সময় থমকে যায়; জীবনের প্রবাহমানতায়।