“জানি না”
শেখ শাম্মী সকাল
আমি উষ্ণ করতে জানিনা
তবে উষ্ণ হতে জানি,
তাই তোমার স্পর্শ আমায়
উষ্ণ করে প্রতিদিন।
আমি ব্যাথা দিতে জানিনা –
ব্যাথা নিতে জানি,
শত ব্যাথার পরেও তাই
তোমায় কাছে টানি।
আমি কাঁদাতে জানিনা
তবে কাঁদতে জানি
গভীর আঁধারে তাইতো ঝরে
এ দু’চোখের পানি।
আমি প্রতিশোধ নিতে জানিনা,
আমি ভস্ম হতে জানি,
তোমায় ভালোবেসে আমি ভস্ম হবো,
তোমায় করবো ঋণী।