এর নাম সংসার
রেবা হাবিব
সংসার সংসার খেলা খেলি
কেমন আছো সংসার?
আজকে লাল শাড়ি কালকে নীল
অদ্ভুত এক মোহের ভালোলাগার টান!!
প্রেমে পড়ো, প্রেমে পড়াও।
ক্যালেন্ডারের পাতার লাল কালির হিসাব
অপেক্ষামান জোড়া চোখের কিছু আবদার
এক গুচ্ছ ভালোবাসার তৃণ
আর অশ্রুর ফোঁটা
এর নাম সংসার।