পদ্ম ছোঁয়া জল
—-////—-
মোয়াজ্জেম হোসেন শাহিন
আয়রে খোকা আয়রে খুকি
আয়রে তোরা আয়,
কে যাবি আজ অচিন দেশে
ভাঙা ডিঙি নায়।
শাপলা ফোটা শালুক মেলে
পদ্ম ছোঁয়া জল,
হাসের ছানা ডুব সাতারে
করছে কোলাহল।
রোদের ঝিলিক পড়ে জলে
করছে ঝিলমিল,
মেঘলা আকাশ দিচ্ছে পাড়ি
হাসছে খিলখিল।
নামবো জলে দেবো সাতার
নাইযে কোন ভয়,
মাছের সাথে করবো লড়াই
যদি দেখা হয়।