কেউ ভালো নেই
____রুমা দাশ পড়শি ।
কেউ ভালো নেই এই ধরাতে আছে যাদের টাকা
কেউ ভালো নেই এই ধরাতে শান্তির মন ফাঁকা ।
কেউ ভালো নেই এই ধরাতে গরিব- দুখীর মনি
কেউ ভালো নেই এই ধরাতে নেই যে আলোর খনি ।
কেউ ভালো নেই কেউ ভালো নেই
তবুও বাঁচতে সবাই চাই
কেউ ভালো নেই কেউ ভালো নেই
তবুও ভালো থাকতে চাই ।
চাওয়া টা আর হয়না পাওয়া চাওয়া চাওয়াই রয়
কেমন করে দুখীর প্রাণে নিত্য নতুন এমন ব্যথা সয়?
কেউ ভালো নেই কেউ ভালো নেই
শুধু ভালো থাকার নতুন নতুন অভিনয়
কেউ ভালো নেই কেউ ভালো নেই
জীবন জুড়ে চেষ্টা তেষ্টা জীবন মরুময় ॥