বালুকণা মনশহর
হেমন্ত সরখেল
হাত থেকে খসে খসে
গুঁড়ো গুঁড়ো আমি ঝরে পড়ি।
তারপরই নিজেকে বালুকণা বলি।
শুষ্ক, রুক্ষ, কিচকিচ কিচকিচ, অসহ্য! তাই না?
ঠিক বলো তুমি।
মরূভূমিই আমার ঠিঁয়া, কাঁটাঝোপই হিয়া, মন ছিঁড়ে ঠা ঠা রোদ্দুর
এসো না, ভালোবেসো না, এখানে সবজেরা সুদূর।
সরে গেছে বুক থেকে বহুদিন আনকোরা মেঘ, পাগলা বর্ষণ
হুতাসেরা সেই কবে থেকে এক্তিয়ারে রেখেছে মন
স্বপ্ন দেখি না ভয়ে, শুধু মরূদ্যান আসে
রক্তের লক্ষ ফোঁটায় লাখ লাখ চোখ ভাসে।
শীতকাঁপা আমায় জাগিয়ে রাখে রাত। তারা শুধু সঙ্গিনী জানি
অজস্র মিটমিটে জেগে থাকে ভরসার গান, লজ্জা, দর্শন
এই তো আমার চিরকালীন প্রায়শ্চিত্ত
এই তো সেই ক্ষয়হীন জীবন!!!