শান্তির_খোঁজে_আমি
জন্মেঞ্জয়_ঘোড়াই
আজকের পৃথিবী কি শেষে নিঃস্ব
শান্তির ক্ষুধাতুররা কাঁদে সারা বিশ্ব ,
রাসায়নিক কামড়ে চারিদিকে ঝরে পড়ে রক্ত
মগজের গহ্বর কামনার আগুনে আজি উত্ত্যক্ত ।
আমি উৎক্ষিপ্ত বেগবান বসন্তের প্রত্যুষে
নৈরাশ্য নিঃশ্বাসের কানে কানে শুনি ,
মুমূর্ষু মানবের ইশারায় আকাশের অশান্তির সুর
আর হৃদয়ের সূক্ষ্ম তন্ত্রীতে বিকৃত বিশ্বের বুকে প্রকম্পিত ছায়া ,
শতাব্দীর বন্দীকক্ষে আমি অন্ধকারে খুঁজে ফিরি নিত্য লুপ্ত পরিক্রমা অশান্তি ধ্বনির অনন্ত প্রান্তরে
চক্ষে আমার জড়তার নিঃসীম জ্বালা
বক্ষের মাঝে কালের হিংস্রতা ,
অনুভবের মোড়ক খুলে দেখি —
বজ্রের ঝংকারে ব্যথাবিদ্ধ বিষণ্ন বিদায়
শান্তি তুমি কোথায় ?
হে শান্তি
সভ্যতা কাঁপিছে লজ্জায় ,
যেদিকে তাকাই সামনে শত্রুর পাহাড় আকাশ ঠেকা–
পাই নি শান্তি তোমার দেখা ,
কত সান্ত্বনা খুঁজেছি মানবের আকাশের গভীর নীলে
শূন্যতা এসেছে বিষাদ নিখিলে মূঢ় আতঙ্ক জনমিছিলে ।
ধূর্ত চতুর দল বিশ্বাসের ঘ্রাণে সমঝোতার চকচকে অদৃশ্য বিবেকের পাঁজরে লুটে নেয়
তিন প্রহরের সুখের বিল ,
আমি ঘুমোতে চাই অশান্তির আগুনে
কেউ কথা রাখেনি আর প্রতীক্ষার প্রহরে বলে যাই
শান্তি তুমি কোথায় ?
পূর্ব মেদিনীপুর , পশ্চিমবঙ্গ
ভারত , ১১, ১১ , ২০১৮