বাঁচতে_ইচ্ছে_করে…
*****
হিমাংশু সরকার ।
———-
মায়াভরা আঁধার ঘরে
জোনাকির জোড়া-জোড়া চোখ যখন
আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে
আমার তখন বাঁচতে খুব ইচ্ছে করে…
দিবসের তপ্ত প্রহরে
পেটের দায়ে মরুভূমির ঘাম যখন পায়ে পড়ে
বুকের গভীরে তখন শুধু ফল্গুধারা বহে
তবুও–আমি ঘর বাঁধি ভালোবাসার তরে…
দিকচক্রবালে যখন রক্ত ঝরে
প্রেমের গোলাপ হাতে ফিরতে চাই গো ঘরে
স্বজন খুঁজে সংজ্ঞাহীন আমি পথের বাঁকে
বারবার আঘাত পাই শুধু বুকের পাঁজরে…
আমি তবু কান পেতে শুনি
দুরুদুরু ধ্বনি সুর তোলে আমার হৃদয় গভীরে
তখন বুঝি–এখনও আমি যাইনি গো মরে
ফুলের সৌরভ খুঁজে এই মন,জীবনের ঘরে…
ভালোবাসি প্রস্ফুটিত জুঁই আর গন্ধরাজ
আমার তাই খুব খুব বাঁচতে ইচ্ছে করে…