বাহাদুরি
এম এস পাটওয়ারি
**********************
শীত এলোরে শীত এলোরে
শহর বন্দর গায়,
তাইতো বুঝি চারিপাশে
ঢাকছে কুয়াশায়।
*
চলবে না-তো বাহাদুরি
হোকনা বড় মাল,
করতে হবে মাথা নতো
লাগলে দেহে কাল।
*
পড়তে হবে ভারি পোশাক
ছোট বড় আজ,
তবেই সবাই আরাম পাবে
করতে সকল কাজ।
*
ঝরবে-না আর আগের মত
কারও মাথার ঘাম,
রাখতে হবে তেল মাখিয়ে
সবার গায়ের চাম।
*
চলবে এখন ভোরের রাতে
হরেক পাখির গান,
কৃষক কাটবে মনের সুখে
সোনার ফসল ধান।
*
পল্লী গ্রামের সবার ঘরে
পড়বে পিঠার ধুম,
খাওয়ার চেয়ে অনেক মজা
হবে সবার ঘুম।
*
বলবে না কেউ আগের মতো
খাবার নষ্ট হয়,
এখন শুধু পুকুরের জল
দেখলে আসে ভয়।