মৃত্যু স্টেশন
নওরোজ নিশাত
তাকে কি ঠেকিয়ে রাখা যায়?
জীবনের ফাঁক ফোকর দিয়ে নিঃশব্দে ঢুকে বলবে
সাঙ্গ কর সব ।
নির্জন মৃত্যু স্টেশনে
যাত্রী বহুজন।
গভীর রাত্রি কেউ নেই
তোমার কোন স্বজন,
ফাঁকা স্টেশন ঘর
কারো কেউ ছাড়তে আসেনি,
কেউ নামাবেও না
ফাঁকা থাকবে স্টেশন।
এই রকম মৃত্যু
শান্ত নিরাপদ ,নিরীহ রহস্য জীবন।