বেওয়ারিশ লাশ
_____মিনু আহমেদ
ইতালী রোম হইতে
×××××××××××××××××××
রাস্তার পাশে পড়ে আছে নাক কাটা
হাত কাটা , পা কাটা একটা জীবন্ত লাশ
কেউ চিনতে পারছেনা।
নাক না থাকাতে স্বাদের বউ পর্যন্ত
অনুভব করতে পারেনি তাহার স্বামীর লাশ
রাস্তার পাশে পড়ে আছে!
আদরের একমাত্র ছোট্ট মেয়ে
মেয়েটা ও ছিনতে পারেনি বাবার লাশ
পড়ে আছে রাস্তার পাশে।
যে মেয়েটার জন্যে প্রতিদিন
বাবা বাসায় ফেরার সময় দোকান থেকে
অনেক কিছু নিয়ে আসতো দুহাতে
সেও আজকে বুঝতে পারেনি,
লাওয়ারিশ লাশটি কার।
হঠাৎ এক বৃদ্ধমহিলা এসে উঁকি দিয়ে দেখতেই
হাউমাউ করে কেঁদে উঠলো
বলে আমার খোকা!
তোমরা চিনতে পারোনি কেনো।
কে করলো আমার এমন সর্বনাশ
আমার খোকা বেওয়ারিশ নয়।
যে দশ মাস দশ দিন পেটে ধরেছে
সেই নিলেন লাশের দায়ভার ।