আলিঙ্গন গুলো সবুজ নীলাভ লাবণ্যেঃ
আনিসুর রহমান জুয়েল
তোমাকে যখন থেকে ভালো লেগেছিলো
তখন থেকে আর কিছুই ভালো লাগেনা
মনভাঙা হৃদয়ের এই অনটন
পাতাঝরা অরণ্যের মতো ।
অস্থির অস্থির সময় কাটাতাম এবং
সেখানে বেদনাগুলো ছড়িয়ে থাকে
শীতের ভোরে ঝরে পড়া সুন্দর
শিউলি ফুলের মতো ।
তোমাকে না লেখা চিঠি
লেখা হলো চিঠির দুর্দিনে
ডাকবাক্সে উড়ে এসে পড়ে থাকা
তোমার ঘ্রাণ ভেজা চিঠিটি
আমাকে প্রিয় বলে ডাকতো ।
চিঠির ভাঁজে জমিয়ে রাখা
আলিঙ্গন গুলো সবুজ নীলাভ লাবণ্যে
ঘরময় জীবনময় নিভৃত প্রশ্রয়ে
মায়াবী প্রণয়ে কেঁপে উঠে ।
পালতোলা নৌকার মতো জীবন
মনোলোভা ধান ফুলের দিকে তাকিয়ে আছে
উদাসী আমি মগ্ন তোমাতে
ভুলতে পারছিনা তোমায়
তুমি আমার প্রেম ও ভালোবাসার এক মানচিত্র ।