ভালোবাসার শরাঘাত
——-কিরণ আহমেদ
এসো, ভালোবাসার শিশির-বৃষ্টি ঝরাই চারপাশে
কর্কশ বিকারগ্রস্ত পৃথিবীতে আজ ললিত-ভালোবাসা খুব প্রয়োজন।
এসো, ওই উতলা বৈশাখীর উদাস আম্রকানন হতে
বর্ণচোরা পোকামাকড় সব বিদেয় করি।
শরতের কাশফুল আজ বড্ড শ্রীহীন, নির্জীব;
সেই ধবল পেলবতার মাঝে দূরাচারী শত্রুর
মোকাবেলায় ঝিঁঝিঁপোকার নিদ্রালু ধ্বনি ছড়িয়ে দিই।
এসো, আমরা ফুলে ফুলে স্নিগ্ধ বাতাস বিলিয়ে দিই,
ক্লান্ত, আলুথালু পথিকের বুকে তৃষ্ণা-যন্ত্রণা ঘুচিয়ে দিয়ে
প্রশান্তির প্রপাতে সিক্ত করি মরু-মন।
এসো, শহুরে-রুক্ষতা দূর করে আজ
জোনাক-বাগান গড়ি, তরল জোছনা-নদী
সকলের হৃদয়সাগরে বইয়ে দিই।
পাতাঝরা শীতের ত্বকফাটা আর্তনাদে
আঁজলাভরা ঘৃতকুমারীর আদ্রতা ছড়িয়ে দিই।
এসো, পাষাণ অথবা বীতস্পৃহ মানুষের বন্ধ মানবিক দরজা
ফুলের ছোঁয়ায় উন্মুক্ত করি।
মানুষের পাশবিক উগ্রতাকে মোমের মতো কোমল করি।
এসো, আজ ভালোবাসার অণু-পরমাণু চারদিকে ছড়িয়ে,
নিভিয়ে দিই উদগ্র সব ক্ষত, দহন-জ্বালা।
ভালোবাসার শরাঘাতেই বিমুক্ত হবে শৃঙ্খলিত এই পৃথিবী।