মতিহারের সবুজ গালিচা
— শেখ শফিকুল ইসলাম
মতিহার চত্বরের সবুজ গালিচায় বসে,
নিবিষ্ট চিত্তে জীবনের স্বপ্নগুলো এঁকে যায়।
হৈমন্তি সমীরণে মনোরমার পানে চেয়ে,
হৃদয়ের তানপুরায় গুনগুনিয়ে গান গায়।
রবীন্দ্র কলাভবনে বাণিজ্যের ছাত্র ছাত্রীদের ভীড়ে,
উদ্দীপ্ত মনে কোটি টাকার অংক মিলায়।
বোটানিক্যাল গার্ডেনে প্রেম প্রণয়ের তীরে,
একে অন্যকে তারা সহস্র ভালবাসা বিলায়।
পড়ুয়ারা সেথায় কেন্দ্রীয় লাইব্রেরীতে বেধেছে ঘর,
বান্ধবীদের সাথে আড্ডা দিতে অনেকেই মমতাজ ভবনে।
প্রেম প্রস্তাবে ব্যর্থ মনোরথে কেউ কেউ হয়েছে পর,
তবুও তাদের রক্তিম আশা শিক্ষার উর্ধ গগণে।