ভারি_অন্যায়
———————-
©মলয় চন্দন মুখার্জ্জী
————————
সকাল থেকেই মনখারাপ
আর বিষণ্ণতার ভীড়,
কেমন যেন আত্মবিশ্বাসে
ধরেছে যে চিড়।
বাসটা কাল ঝাঁকুনিতে
গিয়েছিল নড়ে~
তখন বোধহয় রুমালটা
গিয়েছিল পড়ে।
অষ্টাদশী তুলে রুমাল
বললো,”দাদু ধরো”,
সেই থেকেই বেড়ে প্রেসার
আমি মর মর।
কী আর এমন বয়স হলো
সবে তো পঞ্চাশ!
এখন থেকেই কেন বাপু
দাদু বানাতে চাস?
তাও তো আমি নিয়মিত
চুল করছি কালো,
তাতেও যদি দাদু বলে
লাগে বলো ভালো?
বলবে কোথায় দাদা-টাদা
বড়জোর বলুক কাকা~
না-হয় একটু টাক পড়েছে
যাচ্ছে না কো ঢাকা।
নিয়ম করে তাও তো খাচ্ছি
উচ্ছে-লাউ এর রস~
চেষ্টার তো নেই কো ত্রুটি
বয়স রাখতে বশ।৷