ঋণ
ইয়াসিন আরাফাত
ঋণে গড়া জীবন আমার
হুশ মিলে না তাতে,
কাটছে বেলা ঋণের ছায়ায়
সকাল সন্ধ্যা রাতে।
টাকার ঋনে নষ্ট মাথা
মুখটা লুকায় লাজে,
প্রেয়সীর ঋণ শোধ করে যাই
হরেক রকম সাজে।
দেয় যদি কেউ বিপদকালে
উপকারের ছিটা,
সময় বুঝে খোঁটা দিলেও
লাগে অনেক মিঠা।
করলো যিনি সৃজন আমায়
পিতা মাতার ঘরে,
সেই ঋণটা যে ধূলায় লুটে
বিবেক নাতো নড়ে।
গড়লো যারা দেহখানি
আদর স্নেহ দিয়ে,
ভুলি তাঁদের সুখের দিনে
বউ শাশুড়ি নিয়ে।
রাখি তাঁদের বৃদ্ধাশ্রমে
অপবাদের নামে,
খাঁটি ঋণের মূল্য এটাই
করুণ ধরাধামে।
সকল ঋণের করবে হিসেব
লাশটা সামনে রেখে,
মাতৃদুধ ও বাবার ঘামের
ঋণ যে যাবে থেকে।