ফ্রেম বন্দি
*******
মন্দিরা লস্কর
উৎসব সাঙ্গ হলে চারপাশটা মেকাপ তুলতে ব্যাস্ত হয়ে পড়ে।
জমাট ভিড় খুচরো হয়ে যার যার পকেটে ঢুকে যায় নিজের মত।
বাড়তি খরচাটা ধাক্কা খায় গায়ে গায়ে।
দুপাশের আলোর সারি সরে গেলে বাড়ির গলিটা রাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ায়,
একে একে পার্বণ চলে যায় আগামীর অপেক্ষা রেখে।
দূরে কুয়াশায় আবছা হয় বারোয়ারি শরৎ।
তুলসী তলায় আকাশ প্রদীপ জ্বলে,
রাত ঠোঁটে নিয়ে পাখিরা ঘরে ফেরে।
আলনায় এলানো কাতান শাড়িতে ছড়ানো গেলো নবমীর খাপছাড়া গল্প।
অবহেলায় পায়ে পায়ে ভাঙা আল্পনা।
ফ্রেমে বন্দি কয়টা দিন অচল আনন্দে স্থির।
ফোসকা পায়ে মলম দিতে দিতে ব্যথাটা বড় আপন হয়ে উঠে।