“এরাও মানুষ “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~
রাস্তার পাশে অভুক্ত শিশুর
ক্ষুধার্ত মুখ কখনও দেখেছো?
পালিশ জুতো দামী সুটে
রুমালে মুখ চেপে হেটেছো।
পথশিশুর কচি হাতের
গোলাপ বেলিও কেনোনি,
আভিজাত্যের মোড়ক ছিলনা
তাই ছোট্ট হাতটি ধরোনি।
মুটে বেয়ে বাদাম বেচে
ক্ষুধা নিবারণ যে করেছে,
স্বার্থের কারনে সেই শিশুদের
অপরাধ জগত টানছে।
বাবা মায়ের আদর ভালবাসা
দুঃস্বপ্নের মত লাগে,
ছিনতাই, মাস্তানি, খুনি নামটি
জোটে তাদের ভাগে।
মানুষের মত বাঁচার অধিকার
পায়নি যেই শিশু,
ভাগ্যের দোহায়ে মুখ ফিরিয়ে
নিয়েছেন রব যিশু।
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে
ভেবো এদের কথা,
এরাও মানুষ অনুধাবন করো
এদের সকল ব্যথা।।