” বন্ধু ”
ইলা কারকাট্টা
জীবন জোয়ারে ভাসতে ভাসতে
আমি চলেছি এ কোন পথে?
তোমার দেখা কি পাবো বন্ধু
আমি জীবন পথের বাঁকে।।
তোমার সাথে মিলে ছিলাম
সে কোন কলেজ বেলায়।
জীবন আমার পূর্ণ ছিল
আনন্দ হাসি গানের খেলায়।।
স্মৃতির আড়ালে হারিয়ে গেছো
খুঁজে ফিরি আমি তোমায়।
জীবন আমার শূণ্য যে গো
বন্ধু আমার তুমি কোথায়?
জীবনের এই শেষ বেলায়
চাওয়া পাওয়ার হিসাব কষি।
পূর্ণ থেকে শূণ্য বেশি
বুঝে পাইনা কে বেশি দোষী।
শেষ বেলায় এসো বন্ধু
তুমি ধরো আমার হাতখানি।
হারিয়ে পাওয়ার আশায় আছি
বাড়িয়ে দিও তোমার হাতখানি।।