প্রিয় জন্মভূমি
ইসকাতুল সাহ্দ্বিয়া
হেপ্রিয় জন্মভূমি,
তোমাতে জন্ম লইয়া ধন্য আমি
সুন্দর এই ভূবনে তুমি এক অপরূপ ভূমি।
হে প্রিয় জন্মভূমি,
হাজারো ধন সম্পদে ভরা তুমি,
তাও তোমাতে নেই কোন অহংকার
তা আমি জানি।
মা যেমন বুকে স্হেন ভালো বাসা
দিয়ে সন্তানকে করে লালন পালন,
ঠিক তুমি মোদের তোমার বুকেতে রাখিয়া কর লালনপালন।
হে প্রিয় জন্মভূমি
আজ খুশির সাগরে নিম্মযিত আমি হাজারো সুখ শান্তির স্থান তুমি,
তোমাতে জন্ম লইয়া ধন্য আমি
হে প্রিয় জন্মভূমি
ঋতুতে ঋতুতে কি সুন্দর করিয়া নিজেকে সাজাও তুমি
কি অপরূপ সুন্দর লাগে তোমায়।
কি বলে আমি তা প্রকাশ করি।
তোমার অপরুপ এই সৌন্দর্য তার গুন গান গাই আমি।
হে প্রিয় জন্মভূমি
তোমাতে জন্ম লইয়া ধন্য আমি।