বহুরূপী
“”””””
মুতাকাব্বির মাসুদ
এখানে এখন বহুরূপী নেতার ভণ্ড আবেগ
ভেসে যাবে বঙ্গভূমি
সাদা পাঞ্জাবীর নির্বাচনী বুক
ঘামের দুর্গন্ধে বেরিয়ে আসে বিদগ্ধ অবিমৃষ্যকারিতা
প্রান্তিক মানুষ নির্বোধ বধির
নির্বাচনী কৃষ্ণমালা তুলে দেবে
নিবন্ধিত কোনো লোহার শিকল শোভিত
দেবশত্রুর গলকম্বলে
হঠাৎ সেঁওতির মতো স্যাঁতসেঁতে নিতম্বে
উদিত হয় রক্তাক্ত শুক্লপক্ষ
গুহ্যপথে অযুত রক্তচোষা লাল কৃমি
জন্ম নেয়-শোষণের লীলায় মত্ত
উদ্ধত যত স্পর্ধিত-বিদ্রূপে চপল নষ্ট কীট
মানুষ তবুও চেনেনা তাদের-মিশে যায়
দুর্বোধ্য ‘নহলী’র বিনাশী স্রোতে
অতঃপর নিজেকে হারায়ে খুঁজে
ভোরের অনাকাঙ্ক্ষিত শিশিরের কুষ্ঠ শরীরে !