ছায়াসংসার হেঁটে যায় নির্জনতায়
এ কে এম আব্দুল্লাহ
লন্ডন।
হাঁটার শব্দেরা একদিন হারিয়ে যায় পথের দীর্ঘায়তায়। আর প্রতিটি মোড়ে জন্ম নেয় নতুন বৃক্ষ। তার গ্রীবায় ঝুলে থাকে পায়ের হাড্ডি। সময়ের পরিক্রমায় একদিন চোখদুটো হাতে নিয়ে ভেঙ্গে যায় সভ্যতার পাড়। সেখানে জেগে ওঠে রসায়নিক নতুন চর।
এরপর আমরা ভাঙ্গা অক্ষরের কৌশলে— সেখানে টেষ্ট করি বিশ্বাসের।অতীত ঘামের চরণে খোলে যায় কফিনের লাল পেরেক।আর মাঝে মধ্যে বোতলের ভেতর থেকে বেরিয়ে আসে স্ব্যাস্থবান ব্যাতিক্রম। সমুদ্রনিনাদ ছিন্ন করে কানের পাশে করে ডাকাডাকি।পথে-প্রান্তরে পড়ে থাকে আদি আঙুলের ছাপ।পা-গুলো থেমে যায় পিচসেলাই পথের বাঁকে।
অতপর ভোরের হলদে দরজা খোলে দেখি— ড্রাকুলার মুখে আকাশের একপাশে বসে আছে আধভাঙ্গা দুপুর। ভেতর জুড়ে ইয়োগাভঙ্গিতে ধ্যানমগ্ন বিকলাঙ্গ অন্ধকার।