”তুমি আমার”
সাহানুকা হাসান শিখা
তুমিই আমর সেই প্রতিদিন
প্রথম সূর্য্যস্নান অমলিন।
তুমিই আমার সেই প্রতিরাত
যার শেষে আসে সুন্দর প্রভাত
তুমি আমার সেই জীবন,
যাকে ঘিরে আছে মধুর স্বপন।
তুমি আমার সেই আপন জন
যাকে নিয়ে ব্যস্ত সারাক্ষণ।
তুমি আমার সেই কবিতা,
যাকে নিয়ে লিখি মনের কথা।
তুমি আমার সেই গল্প,
আছে আনন্দ বিরহের কল্প।
তুমি আমার সেই ভালোলাগা,
যা চিরকাল হৃদয়ে গাঁথা।
তুমি আমার সেই ভালোবাসা
শুধু এক বুক ব্যথা।