দশ দানা চিনি’র পণ
-কে এম হোসাইন
^^^^^^^^
এক পুটলি লবনে দশ দানা চিনি-
মিশে করিয়াছে পণ,
চিনির সংস্পর্শে লবনের তিক্ততা
মিঠায় করিবে পরিবর্তন।
দিনরাত ঘষাঘষি মনেমনে মহাখুশি
লবন চিনিতে মহামিল,
রঙে তফাত নাই,স্বাদে বিবর্তন চাই,
সে তো সাধারণ মুশকিল।
কিছুকাল পরে চিনি’রা আসিলো-
ফিরে লবণাক্ত বেশে,
হারিয়ে মিঠেল স্বভাব তিক্ততা-
জড়ালো নোনা পরশে।
নিজগুণ বিপন্ন আসক্ত পর স্বভাবে
হইলো মূল্য হ্রাস
লবনদরে চিনির মূল্য সঙ্গদোষে
আপন স্বত্বায় সর্বনাশ।
লক্ষ দানার নোনা সংস্পর্শে
মিঠে স্বাদ হইলো বিলীন,
তিক্তাসক্ত চিনি দানা নিজ-
পরিচয় ভুলে আজ অস্তিত্বহীন।।