[ছেঁড়া পৃষ্ঠা ]
রানু সরকার
একদিন অরুন্ধতী সাঁঝবেলা একা বসে আছে,
কোথায় ছিলো রাশি রাশি চিন্তারা ?
এলো চুপিসারে,
চুপ করে থাকবে না হৃদয়ে দিলে তার শুড়শুড়ি।
সময় যেন কাঁটছে না নির্জনের ভাবনারা,
কে যেন গলিত লাভা ঢেলে দিয়ে গেল দুটি আঁখিতে।
ছেঁড়া পৃষ্ঠায় লেখা আছে কত যে গল্প ব্যাথার,
পৃষ্ঠাটি আজ অপদ্রব্য খুবই অসুস্থ খোঁজ নেবার কেউ নেই।
অরুন্ধতী ভেবে ছিল শোভনতার সুভাস পাবে,
“পেলো নাগো”ব্যাথারা সারি সারি দাড়িয়ে,
প্রভুর আরাধনা করেছিলো কি পেলো।
মিথ্যে আর মিথ্যে নিরুপায় কোথাও পেলো না ঠাঁই,
অস্থির মন নিয়ে নিরুদ্দেশে হারিয়ে যেতে চায়, কিন্তু পারেনা মানা আছে যে।
এই পোড়া মনে মানসিক সুখ নেই তার,
শুধু ব্যাথার ঢেউ খেলে যায়।
তাই ছেঁড়া পৃষ্ঠায় নিজের মতো সাজিয়ে নিল,
নানা রঙের কলম দিয়ে।