গ্রিন সিগন্যাল
************
মন্দিরা লস্কর
তোমার আমার মাঝখানটা আজ অনেকটা ভরাট।
শূন্য নিরবতা কাটিয়ে এক
জনবহুল রাস্তা হয়ে শহর পরিক্রমা করে।
স্লোগান,মিছিল, যানজটের ভরা সংসার।
কোথাও ফাঁকা নেই, বিরাম নেই
অনর্গল গ্রিন সিগন্যাল।
ধ্বনি আছে, প্রতিধ্বনি নেই।
ফেরে না কথারা।
কেউ কারোর শরীর ছুঁয়ে দেখি না
তাও ছোঁয়াচে অসুখ রাস্তা জুড়ে।
দুরত্ব খানিকটা, রাস্তার এপার ওপার।
বাতাস আসে না।
তুমি ঘামে ভেজা শার্ট রেলিং এ টাঙাও
আমি এপাশে ভেজা কামিজ।
কতটা অসহায় উন্মুক্ত রেলিং
ঠিক আমাদের মত।
***************