প্রেমতুলি
সঞ্চিতা বাগচী
♧♧♧♧♧♧♧♧♧♧♧
না রহিলো তব রূপের বাহার
মোর প্রেম ভরিবে সেই শূণ্যতা,
প্রেমরঙে ভেজা তুলিতে আমার
ফুটিবে রূপের সেই সুন্দরতা।।
অনুরাগ মোর তোমাতে বিভোর
সকল হৃদয় মাধুরী ঢালিয়া
গড়িতে তোমার মধু প্রেমডোর
ভালবাসি এ কথাটুকু বলিয়া।।
কহিতে সে কথা লাজে একাকার
ভাবে এমন কথা কহি কেমনে?
তবু সেই কথা কহে বারে বার
বসায়ে তোমারে হৃদয় আসনে।।
মোর ভালবাসায় আজিকে তুমি
ওগো সুন্দর হতে সুন্দরতম,
প্রেমের আরতি করিতে যে আমি
গড়েছি তোমারে হে সুন্দর মম।।
সঙ্গোপনে আজি কণ্ঠলগ্ন হয়ে
কহিবে তোমারে বাসিয়াছি ভালো,
যে কথা শুনে বিহগী ওঠে গেয়ে
যামিনী শেষে জাগে ঊষার আলো।।
হৃদিসুধা দিয়ে ভালবাসা ভরে
তব রূপ করি যে গো অনুপম,
সে রূপ দেখে কহিবে কে তোমারে
নহে রূপ তব অতি মনোরম।।