”প্রেম কুড়াবো”
___মুহাম্মদ নূর ইসলাম
……………………….
বিশ্বটাকে প্রেমের ডোরে,
বাঁধবো আমি মনের ঘরে,
হৃদয়টা আজ উজার করে,
দেবো প্রেম সবার তরে।
প্রেমের জোরে শোষণ করে,
সবার হৃদয় হরণ করে,
পূর্ণ প্রেমের হৃদয়খানি-
সপে দেবো সবার তরে।
রংধনুর ঐ রং এনে,
স্বপ্ন দিয়ে জাল বুনে,
হৃদয়টা আজ মস্ত করে,
থাকবো প্রেমের জগত জুড়ে।
জাত-কুলমান তুচ্ছ করে,
অহংকারের টুটি ধরে,
প্রেমগুলো আজ উজার করে,
দেবো সবার হৃদয় ভরে।
ফুলের মত ঘ্রাণ ছড়াবো,
প্রজাপতির রং উড়াবো,
অচিন দেশের পাখির বেশে,
সবার কাছে প্রেম কুড়াবো।