প্রতিচ্ছবি
********
দেবাশ্রিতা চৌধুরী
বিক্ষত হবার ধারাবাহিকতায়
ক্লান্ত হয়ে হতে ক্লান্তিও যখন
পলায়নপর , তখনই অসংখ্য
পেরেকবিদ্ধ ক্লিষ্ট মহীরুহ টি
জীবনের দিকে ডেকে আনে।
অজস্র বিজ্ঞাপনের ধারনকারী
সেই বৃক্ষ ,যাকে ইচ্ছেমতো কাটছে ছিঁড়ছে
যে কেউ প্রয়োজন অপ্রয়োজনে ।
সেখানে পেরেক গাঁথা সতর্কবাণী
“বিনা অনুমতিতে বিজ্ঞাপন নিষিদ্ধ”
প্রচন্ড হাসি পায় আমার…
এই যে জীবন টানটান রাবারের মতো
তাকেও যে যখন তখন সুবিধেমতো
চিরে চিরে ফালাফালা করে সাইজ করে নিচ্ছে,
জলের মতো নিরাকার নারী
পাত্রের আকার ধারণ করায়
নির্বিকল্পের হাতছানি যার মানা।
হে বৃক্ষ, কলুষিত তুমি-কলুষিত আমি
বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছয়লাপ
রঙের প্রভেদ শুধু চোখের জলে,
বৃক্ষ জীবন আর নারী জীবন
যেন একে অপরের প্রতিচ্ছবি।