।।।।মৃত্যুপথ যাত্রী।।।।।
________মিশু মজুমদার
হৃদয় থেকে বলছি মাগো
আছি অনেকে সুখে
তোমার হাতে আদর মাখা
কান্নায় মরি দুখে।
স্বপ্নলোকে কেমন করে
করে গেলো একা
মনের সাথে কেমন করে
দিলো এমন ধোঁকা!
আর কয়টাদিন ইচ্ছে ছিলো
থাকবো সবার সনে
দুঃখ দিয়ে বিদায় নিলাম
কষ্ট নিয়ে মনে।
যখন আমি ছোট ছিলাম
বলতে জাদু-সোনা
আদর করে বলতে অামায়
তুই যে হীরের কোণা!
বলতে তুমি হাসি মুখে
বিদ্যা অর্জন করো
স্বপ্ন ছিলো মায়ের চোখে
ছেলে হবে বড়।
মায়ের আশা মিথ্যে হলো
বুক’যে হলো ফাঁকা
কেমন করে মাটি দিবে
মুখ’যে আদর মাখা।
স্রষ্টা তোমার কেমন নীতি
দুঃখ দিলে বুকে
সবার কাছে রইলো প্রীতি
দিব্য লোকের সুখে।
মৃত্যু পথ যাত্রী আমি
সবার তরে বিদায়
ভুল ভ্রান্তি ক্ষমা করো
আপন মনে সদায়!