“অহংকার পতনের মূল”
আবদুল_হামিদ
তারা দুটি বিড়াল,
একটি প্রভাবশালী,
অন্যটিও বেশ ক্ষমতাশালী!!
যে বিড়ালটি প্রভাবশালী,
ধন,সম্পদ তার বেশ বিশালী!!
যে বিড়ালটি ক্ষমতাশালী,
অস্ত্র,বোমার সেই ঘাড় মাতালি!
গাঁয়ের অন্য বিড়াল সবে,
বিড়াল দুটো’কে ভয় পেতো,
চাঁদাবাজি,রাহাজানি,
খুন-খারাবি যে করতো!!
প্রত্যহ দিন ক্ষমতাশালী
করতো মহা সর্বনাশী,
লুটপাট করতো ঘর-বাড়ি
মারতো লুটে সদ্যচাষী!!
দুর্বিষহ দিন কাটতে কাটতে
দুর্ভোগ হয়’তো দিন,
খাওয়া লওয়া সুষ্ঠু বাঁচা
দুর্লভে হয়’তো ঘৃণ!!
অভাগী বিড়াল প্রভাবশালীর
হয়লে পরে সান্নিধ্য,
লাথি মেরে ছুটে ফেলতো
বিড়াল সবারই দিগ্ধ!!
বর্ণবাদ অত্যাচারী দুই বিড়াল
অভিশাপের মুখে পড়ে,
ক্ষমতা আর ধন সম্পদ সব
জলে ভেসে গেলো ঝরে!!
হাউ মাউ করে কাঁদতে কাঁদতে
গাঁয়ে গাঁয়ে ঘুরে,
অন্য বিড়াল দেখে দেখে
অট্টহাসে জোরে!!
বলে,দুর্বোধ তোমরা অহংকারী
অহংকার পতনের মূল
ভাবোনি তো আগে যখন,
দুঃখের জীবন চালাও এখন,
বিষাদের বৈরাগে হূল!!