ভগ্ন বেহাগ
পিয়ালী ঘোষ
অভিসারী শব্দেরা খেলে বেড়ায়
ছেঁড়া ডায়রির পাতায় ,
নিষিদ্ধ স্বপ্নেরা উঁকি দেয়
আমার অলস অবেলায় ,
ব্যাথার কোলাজ ছুঁয়ে যায় ,
মনের অচেনা আঙ্গিনায় ॥
কবিতার খাতা জুড়ে শূন্যতা ,
অন্তরা গেয়ে গেছে ঝরা পাতা ॥
বুকের ভিতর গোপন রক্তক্ষরণ
নির্ঘুম রাত জানে ,আর জনে মন ॥
শীর্ণ জ্যোৎস্না ক্ষয়িষ্ণু চাঁদের বুকে
নোনা জল শ্যামলা নদীর চোখে ॥
অভিমানী আকাশ ভাঙ্গে উল্কার কান্নায় ,
পরিযায়ী মেঘ তাই কার্নিশ ছুঁয়ে যায় ॥
তবু ভগ্ন বেহাগ জেগে থাকে ছিন্ন বীণায়,
আরো একটি নিটোল বসন্তের অপেক্ষায় ॥