প্রেম
কাজল_ধরগুপ্ত।
আমি যে কখন আমার মনের কোনে
তোমার ছবি এঁকেছিলেম সংগোপনে।
চেতনা আমায় দিয়েছিল নির্দেশ
তোমার মনের সুধার যে টুকু রেশ…
আমাকে করেছে মাতাল পাগল প্রায়
আমি তোমার মাঝে হারিয়ে গেছি তায়।
তুমি যে গো প্রিয়তম বন্ধুর বেশে এসে
আমাকে কোলে তুলে নিলে ভালবেসে।
শান্তি, আমি শান্তি পেলাম আজ
কে কি ভাবলো তাতে নেই মোর কাজ
প্রেম-ভালোবাসার রূপ চেনেনা কেউ
সে যে এক বন্ধনহীন মাতাল নদীর ঢেউ
ভাসায় যখন, ভাসিয়ে নিয়ে যায় দুকূল
সবাই তখন বোঝে মনের ভুল,
কি ছিল, কিই বা যে আমি চাই…
না জেনে আজও কি যেন চাই নাই।
ভালোবাসা মুক্ত মনের স্বাদ
ভালোবাসা–না পাওয়া অপরাধ
ভালোবাসা, আত্মবিসর্জন
ভালোবাসা, আত্মনিবেদন
বন্ধনহীন বাঁধন সে যে মনের
অনুভবের বিনিসূতায় গাঁথা
দেওয়া নেওয়ার ওপারে সে থাকে
স্বয়ংসয়ম্ভর সে এক বিধাতা।