শান্তির নীড়
সাহানুকা হাসান শিখা
এমন সুন্দর পরিবেশ,
মনে হয় আমারই দেশ।
পাখির কলকাকলীতে মুখর,
ঘুঘুর ডাক অলস দুপুর।
দীঘির জলে হাঁসের খেলা
আবীর রঙের পড়ন্ত বেলা।
ভাবছি বসি মনে মনে,
বাংলার ঐ মহুয়া বনে।
থাকতে যদি তুমিও সাথে,
মায়াবিনী সেই চাঁদনি রাতে।
এখন শুধু আমি একা,
ছুঁটে যেতে চাই দিগন্ত রেখা।
যদি পাই তোমার দেখা,
মুছে যাবে ভাগ্যের লেখা।