যাত্রাপথ
——————–
সুনীতি দেবনাথ
রাত দ্বিপ্রহরের পরে
আধো ঘুম আধো জাগরণে
ঝিঁঝির একটানা সুর
কখন যে অনন্তের খণ্ড অবকাশে
ঘুঙুর হয়ে বেজে ওঠে
কেউ তা জানেনা
আকাশও তখন আনমনা
তারাদের চোখে শুধু জল
টলমল করে
রাত্রি যেন এক স্বপ্নিল জাদুকরী
মোলায়েম হাতে মুছে নেয়
ক্লেদাক্ত যন্ত্রণার অবশেষটুকু
অপলক চেয়ে থাকে
ঘুমহীন তারাদের ডাগর চোখ
অবশেষে অন্য কোন
স্বপ্নের পশরা
সাজিয়ে আসে ঘুম ভাঙ্গা
বিকিরিত সূর্যের আলো
এভাবেই সব ভাঙচুরের পরেও
বেঁচে থাকে ক্লিন্ন মানুষের
ইতিহাসের পথে চলাফেরা