বিস্মৃত ভাবনা
নীলিমা শামীম
অপেক্ষার প্রহর কাটেনা জানি প্রতিক্ষার পথ চেয়ে
তোমার দেওয়া কষ্ট আছে বুকের পাহাড় টা ছেয়ে,
আসিবে বলে আসোনি যবে আসার নেই যে আর প্রয়োজন
তুমি ছাড়ায় সাজিয়েছি নিজেকে গড়িয়েছি কতনা আয়োজন।
পথের পানে চেয়ে যদি থাকি, সময়টা যাকনা চলে কি আসে যায় তাতে
নির্ভাবনায় আমি আজি তোমায় ভুলতে ভীষন করে ভাবি তাইতো,
বিসন্নতার স্বপন আজ কিছুতেই ছুতে পারেনা আমার কোনো অঙ্গ
বিমোহিত মন আজ অনাহুত আঘাতে পারেনি প্রতিহত করতে
আগুন্তকের ছোঁয়ায় নিতম্বের পতঙ্গ!
মুখে হাসি, চলনে বলনে থাকি অভাবনীয় এক চৌকস মুগ্ধতার লৌলুষিত
মলিন বদনে অসাবধানতা করে হবে কি পৌষালী এই সন্ধ্যায় কলুষিত,
শিশির ভেজা সকালে কুয়াশাচ্ছন্ন ঘাষের বিছানো কন কনে শীতের মুলে
স্নিগ্ধ শুভক্ষনে অশুভ দরশনে হয় যদি কোনো ভুল ক্ষমার চলে যেও ভুলে।