বৃষ্টির ঘ্রাণে
স্বপন চ্যাটার্জী
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
মখমলি সবুজ চা বাগানে,
নজরমিনারে একা আমি বসে
বুক ভরছে বৃষ্টির ঘ্রানে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
সবুজ পাহাড়ের ধাপে ধাপে,
দুটি পাতা আর একটি কুঁড়ি
হিমেল হাওয়ায় যাচ্ছে কেঁপে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
সোঁদা গন্ধ পাহাড়ি পথে,
পাইন গাছের নেশাতুর ঘ্রান
(ভাসছে) গভীর অরন্যের সুঁড়িপথে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
ভালবাসার গল্প বলে,
মেঘ চুম্বনে তৃপ্ত পাহাড়
স্বপ্ন সাজায় বৃষ্টি ফুলে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
স্মৃতির কোঠায় তুফান তোলে,
পরনে তোমার নীলাম্বরী
খোঁপাটি জড়ানো বকুল ফুলে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে
ঘুম ভেঙে যায় মেঘগর্জনে,
বৃষ্টির ঘ্রাণ বকুল গন্ধ
ঢাকা পড়ে যায় চেনা পারফিউমে।।