নীল আগুন
শহিদুল আলীম
গ্রীবাদেশ বেয়ে পড়া নোনাজলের ফোটায় চৌচির-
জমিতে বাড়িয়ে দিয়েছে মরমে মরমে অস্থির যন্ত্রণা
একাকার হয়ে আছো নীল আগুনের উত্তাপে ঘেমে!
অথচ তীব্র ঠান্ডায় আমার চোয়াল দু’টি ধরে আছে
ও-নদীর আগুন বসন্তের উর্বর ভূমির এতো উষ্ণতা
তবুও ওম বস্ত্রহীন পথকলির মতো রাস্তায় পড়ে আছি
লুঙ্গি জড়িয়ে নিথর শরীরে…!
ঘাসের বুকে সারারাত ধরে কুয়াশার জমানো শিশিরবিন্দু
ভোরের রৌদ্রুর ঝলকে ঢলে পড়ে পথিকের মাড়নো পা’য়
আঁকাবাঁকা পথজুড়ে জন্মানো দুর্বাঘাসের মতো ভালোবাসা
নুপূরের ছন্দে ছন্দে পান করেছে শাহাদাতের শরাব…!
তোমার উৎচ্ছল পা, জোড়া উড়েউড়ে পথের পর পথ-
মাড়িয়ে খুঁজে ফিরছে চরমতর উষ্ণতা…!