আমার প্রথম
শেখ রিপন
আমার প্রথম চুম্বনটা তোমার কোথায় ছিলো?
ঠোঁটে,কপালে, কেঁশে ঢাঁকা মরুর দেশে
নাকি তোমার একক ঘুমের রাজ্যের উষ্ণ আষীশে ।
আমার প্রথম স্পর্শটা তোমার কোথায় ছিলো?
তুল তুলে গালে, নাকি উষ্ণ গ্রীবাদ্বয়ে
যা সর্বদা তোমাকে লজ্জায় কাতর করে অনায়াসে ।
আমার প্রথম ভালো লাগা তোমার কাছে কি ছিলো?
কাজল কালো আঁখির পাপড়ি সরিয়ে বিতৃষ্ণায় জড়িয়ে ধরা
নাকি বুকের পালঙ্কে অনিদ্রায় সারা নিশি ভ্রমণ করা ।
আমার প্রথম ইচ্ছেটা তোমার কাছে কি ছিলো?
দরিদ্র দন্যতায় ভালোবাসার পূর্ণতায় ভরিয়ে দেওয়া
নাকি পাশা পাশি বসে রুপ কথার গল্প বলে রাত্রি পারি দেওয়া ।
আমার প্রথম স্বপ্নটা তোমার কাছে কি ছিলো?
পাঁচ তারকা হোটেলের বারান্দায় বসে
মধুচন্দ্রিমার জোছনা গায়ে মেখে রাত্রি যাপন করা?
নাকি নির্ঘমতায় আঁখিদ্বয়ের গোপন কথোপকথনের নৌকা চড়া ।
আমার প্রথম গল্পটা তোমার কাছে কি ছিলো?
সাগরের তীরে ঢেউয়ে ভেসে যাওয়া মুক্ত বালু কনা
নাকি উত্তাল সমুদ্রে দুজনের ভেঁওয়া বিহীন পারি দেওয়া ।
আমার কবিতার প্রথম লাইনটি তোমার কাছে কি ছিলো?
বিরহ,বেদনা, গ্রহ, নক্ষত্রের ভ্রমন পরিক্রমা
নাকি লজ্জাবতির লজ্জায় রাঙা প্রেমের প্রতিমা।
আমার আকাশের প্রথম জোছনার আলো কেমন ছিলো?
মেঘে আছন্ন ঘোর অন্ধকার, অমাবস্যা ধোঁয়া
নাকি পূর্ণ মায়ায় ধবধবে সাদা পায়রা উড়ে যাওয়া ।