নতুনের দীক্ষায়
চৈতালী চক্রবর্তী
হে নতুন এসো
দাঁড়াও একঝাঁক নতুন সূর্যালোকে!!!!
এসো অর্ঘ্য দিই রামধনু রঙে,দিগন্ত-আকাশে
সূর্য্য সোনার অলংকৃত বাসরে জ্বালাই প্রদীপ,
একটা তুলি হাতে নিয়ে স্বপ্ন দেউলের ছবিতে
নতুনের ছোঁয়া দিই সোনালী আলোয়।
অনুরণনে থাক একরাশ হিমশিশির কুয়াশায়
ভোর থেকে বিকেল,এক একটা হৃদয়
পূর্ণ বলয় নিয়ে উঠে আসুক,
অপেক্ষায় থাকি সেই মাহেন্দ্রক্ষণের——-
স্বপ্নপূরণের,আশার ক্যানভাসে মোহ গন্ধের।
হে নতুন এসো
তোমাকে দিই অপূর্ব এক প্রত্যাশাময় শুভক্ষণ
দাঁড়িয়ে থেকো একটা বছর নানান সরগমে,
প্রতীক্ষারা দিগন্তপ্রসারী হোক আশার সন্ধিক্ষণে,
জীবনের লহমায় লেখা আছে জীবন্ত গল্প
এসো,তোমাকে দিই তার এক একটা পাতা
ভরে থাক সবটুকু লেনদেনের হিসেবি খাতা।
হে নতুন বয়ে আনো
আবার এক ইতিহাসের স্নিগ্ধ সকাল,
প্রতি পদক্ষেপে বাজুক সফলতার দুন্দুভি
এসো অঙ্গীকার, এসো দৃপ্ত পদক্ষেপ, এসো—
নতুনের ঘ্রাণে, বর্ণে,——–শব্দমালা গাঁথি।
তোমার কোচরে থাকুক দীক্ষার ব্রক্ষ্মচর্যতা
আক্ষরিক স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণ মিশুক আবাহনে,
শুভেচ্ছা, শুভকামনা,সুররঞ্জিত হোক
নতুনে-নতুনে নতুনের তীব্র আলোড়নে।
এসো নতুন
জাগরিত কলরোলে, দিগ্বিদিক পূর্ণ করে
দূর্দান্ত আশার কলরবে, এসো আরো প্রস্তাবিত
আরো পরিশীলিত ঐক্যবদ্ধতায়।
শব্দসংখ্যার মতো সুসজ্জিত পদক্ষেপে
আবার উদ্বোধিত করি নতুনের নতুন দীক্ষায়।।