অন্বেষণ
…….অসীম মজুমদার
ছিলে কৈশোরেও তুমি যে আমার
ভালোবাসায় নির্বাক,
আমার ভালোবাসা সেদিন ছিল
কোকিল ভোরের ডাক ৷
মনটা তখন পূবের আকাশ
পলাশ বনের লাল ,
মুখটা তোমার ক্লান্ত রাতের
স্বপ্নের মায়া জাল ৷
হৃদয় তখন ছলাৎ ছলাৎ
নীল যমুনার জল,
সেথায় করতো জলকেলি যত
মরাল মরালীর দল ৷
সে সময়েই মনের ভাষায়
কবিতারা কথা বলতো ,
মুক্ত বিহঙ্গ উড়তো সেথায়
প্রাণভরে শিষ দিতো ৷
আজ মনের আঁধারে আমার
রাত জাগা হাহাকার,
সময় যেখানে থমকে গেছে
জীবনটাই একাকার ৷
কিশোর জীবনের ভোরগুলিকে
আজও কাটাছেঁড়া করি,
স্মৃতির কবরে ছিল কিছুসুখ
তাকেই খুঁজে মরি ৷৷