এইতো আমার দেশ
মোঃ সিদ্দিকুর রহমান প্রধান
♥^^→^→^^♥^^→→^^♥
মেঘ কে বলি,ও মেঘ তুমি
এখানে কেন আসো ?
আছে কি তোমার প্রিয় কেউ হেথা
যাকে তুমি ভালোবাসো?
মেঘ বলে, আমি বিশ্ব ঘুরে
দেখেছি অনেক দেশ,
কোথাও মিলেনি এমন সবুজ
মনোরম পরিবেশ ।
এদেশে কৃষক শ্রম দিয়ে নিজে
সোনার ফসল তোলে,
ভিন দেশে দেখি কৃষক সেখানে
সব কাজ করে কলে।
সুরমা,মেঘনা,পদ্মা,যমুনা আরও
শত শত ছোট নদী,
কলকল তানে বাংলার বুকে
বয়ে যায় নিরবধি।
এখানে পাখি বাংলায় গান গায়
“বউ কথা কও”বলে,
এমন মধুর মায়াবীনি সুর
কোন খানে নাহি মিলে।
তাই বারে বারে,আমি আসি ফিরে
এই বাংলার নীলাকাশে,
রুপ দেখে তার বিভোর হয়ে
ফেলেছি ভালোবেসে।