সময়ের পিছুটান
আনজানা ডালিয়া
নির্জণ দ্বীপে সারিসারি ঝাউয়ের ফাঁক গলে
নক্ষত্রের আগ বাড়ানো গতি দেয় বলে
তাহার ভালোবাসার পরিচয়।
এক দশকের সঞ্চয়।
লতাগুল্মে আঁকে ভ্রুবিলাস
তৃষিত কুমারীর মলয় উচ্ছাস।
নিস্তদ্ধ ভালোলাগাটুকু হারায়
নুয়ে পড়া অতন্দ্র জানালায়।
গোধূলীর সাজরঙ্গে বিহগী রঙ্গনাচে
সময়ের পিছুটান ছাপ রাখে বিবর্ণ কাঁচে ।