নিশাচর
দেবাশ্রিতা চৌধুরী।
ঘর অন্ধকার হলে নিদ্রাহীন
কেউ কেউ নিদ্রাচ্ছন্ন দের সাথে লুকোচুরি খেলে
খোলস ছেড়ে বেরিয়ে আসে
আসল , এদের লোকে বলে
নিশাচর। হবে হয়তো
একদিন দেখেছিলাম ওরা হৃদয়টাকে সযত্নে গোপন রাখে রহস্যে মুড়ে।
পরতে পরতে ছাল ছাড়িয়ে
যদি কেউ ইচ্ছে করে তবে
দেখতে পায় ভেতরে তুলতুলে
নরম একটি হৃদয়ে শুধু ভালোবাসা।
সূর্যোদয়ের সময় আবার বুদ্ধুভুতুমের ছাল ঢাকা দেয়
আবার একটি নকল মানুষ।