বাংলাদেশের মহান স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে লেখা – অমিতাভ মীর এর “উদ্যত আঙুলের ধ্রুপদী নৃত্য ”

478
অমিতাভ মীর

উদ্যত আঙুলের ধ্রুপদী নৃত্য

                                                – অমিতাভ মীর

শাণিত ইস্পাতের মত চমকিত বিদ্যুৎ প্রভার ঝলকে
একটি উদ্যত আঙুলের ধ্রুপদী নৃত্যের দমকে ঠমকে,
মিছিলের পদভারে কেঁপে কেঁপে ওঠে নগরীর রাজপথ;
জনসমুদ্রের বাঁধভাঙা ঢেউ মুক্তির উচ্ছ্বাস-
পল্টন ময়দান শোনে শ্লোগান, শিহরিত যুগপৎ।

প্রশ্বাসের শব্দের অতলে সুনসান নীরবতা ভেঙে
ছমকে ছমকে উদ্যত সে আঙুল ধ্রুপদী নাচ নাচে,
বিমোহিত দৃষ্টি পলকে পলকে ছোটে মোহিত মঞ্চের তুকে;
ছলাৎ ছলাৎ ধমনীর ঢেউ শিহরণ তোলে বুকে
দিকভ্রান্ত পথিক পুড়তে ছুটেছে চৈতালী আঁচে।

ঠোঁটে উঠে আসে সেই চিরন্তনী শাশ্বত মুক্তির বাণী,
সাত’ই মার্চের উচ্চারিত সত্য শব্দমালা- কবিতা যার নাম;
ইস্পাতের মত দৃঢ় উদ্যত তর্জনী ছিন্ন করেছে বন্ধনী,
বজ্র নিনাদে কবিকণ্ঠে ধ্বনিত সেই শাশ্বত কবিতা-
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

তারপর সব ইতিহাস, এলো স্বাধীনতা, এলো নির্ভীক কথা বলা,
বাংলা মায়ের ছায়ার তলে শঙ্কাহীন পথ চলা।
সেই ইতিহাস ভুলে যাবে- আছে কোথায় সে বেঈমান?
আমার সোনার বাঙলার আমি এক গর্বিত সন্তান;
জনক যার শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান।
★★★★★★★
©অমিতাভ মীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here